সেদিন অবনী জেগেছিল সারারাত
সদরের কড়া নাড়ার শব্দ হয়েছে স্তব্ধ
শেষ ট্রামের গর্জন মগজে থিতিয়ে যাচ্ছে
নির্লিপ্ত রাজপথের আলো ঘুমের দেশে যায়।


সেদিন শরীরের অবসাদ জোত্স্না খুঁজেছিল
খনির অন্ধকারে পথ হারিয়ে চিত্কার করেছিল
শব্দ-তরঙ্গ পর্দায় রেখাপাত নেই চিত্কারের
কপালের লবনাক্ত ঘাম ছিল জিভের ডগায় ।


জানালার খড়খড়ি খুলতেই বৃষ্টিছটা ঘরের মেঝেতে  
ছায়াবিহীন মানুষটা চলে যাচ্ছে ভিজতে ভিজতে
মাথায় ছাতা নেই, জলের ফোটা চশমার কাঁচে
অবনী হাত বাড়িয়েছিল তাকে ডাকবার চেষ্টায় ।