ছায়ারা
যখন গভীর ।
হটাত মেঘের কালো
মুখের উপর আধাঁরের বিকিরণ।
ক্রমশঃ অস্পস্ট নিস্প্রভ নয়নের দৃষ্টি।
বক্ষের অন্দরে অক্সিজেনের শ্যেন শুন্যতার দ্যুতি ।
সরিয়ে দাওনা সমুখ থেকে মৃত্যুদূতের অনড় পর্দাখানি।
পাখির কাকলি, ফুলের সুগন্ধ, মানুষের পদশব্দ পাতাঝরা দিন ।
কবিতার খাতায় এখনো অনেক সাদা পাতায় আচঁড় দেওয়া হয়নি ।
এখন আযান আর মন্ত্রপাঠে মিশছে শিশুর কান্না। চেতনায় হবো বিভোর ।