চেনা রোদ্দুর পড়ন্ত বিকেলে কেমন করে অচেনা হয়ে যায় ।
ঠিক তেমন সম্পর্করাও বিলীন হয় ।
সুখ দুখ দুই থাকে কলমের বুকে-
কখন যে কেমন করে সুখ ছেড়ে দুখের কথা বলতে থাকে ।


শীত আর গ্রীষ্মের মতন পরিযায়ী মনে হারিয়ে যেতে চাই ।
বুকের ভিতর উত্তেজনা উন্মুখ হলো তাই ।
নতুন পুরোনো একে অপরের পাশাপাশি -
আজ যে নতুন কাল সে পুরোনো, একই চোখে কান্না হাসি।  


একই আগুনে পুড়ে ছারখার, সেই আগুনে নবকলেবর সত্যি
কখনো অভিশাপ কখনো আশির্বাদে হয় মুক্তি ।
রাগে অনুরাগে প্রেম বিরহে নদীর বুকে ঢেউ-
কত খেলা প্রকৃতির বুকে বহে নিরন্তর, খোঁজ রাখে কি কেউ ?