চলে গেল পুরাতন অনেক হাসি কান্নায় ।
বলে গেল ভাল থেকো রেখো ভালো ।
যে নুতন আসবে তাকে বরন করে নিও
ফুল শঙ্খ মালা ধুপ মঙ্গল দীপ জ্বেলো ।
যেখানে নেই আলো, যেখানে বড় দুঃখ
মুছিয়ে দিও চোখের জল পাশে থেকো।
যেখানে ভুল, যেখানে মিথ্যে প্রতিশ্রুতি
সেখানে কলম শানিত করে দাঁড়াও রুখে।


অন্তর বাহির আকাশের মত উদার কোরো,
সাগরের মত ঢেউ দিয়ে যেও বালুকার তীরে ।
পান্থপাদপের মত তৃষিত'রে দিও বারিধারা,
আশ্রয়হীনে আশ্রয় নিজেকে চেনাও লক্ষ ভিড়ে ।