আমিও জানতাম তুমিও জানতে একদিন ফিরে যাবে।
তোমার আমার এই চলার পথ দুভাগ হয়ে যাবে ।
তুমিও তোমার আলোর ঠিকানায়;
আমিও আমার নিজের নিশানায় ।
সবুজ ঘাসে স্মৃতির শিশিরকণা কিছু তার রয়ে যাবে ।


আমিও জানতাম তুমিও জানতে একদিন ফিরে যাবে।
তোমার আমার ভালবাসা নদী মোহানাতে মিশে যাবে ।
হয়তো তুমি অন্য আর একদেশে;
আমিও থাকব আর এক ছদ্মবেশে।
একসমুদ্র মানুষের ভিড়ে, আবার কি চিনে নেবে ?


আমিও জানতাম তুমিও জানতে একদিন ফিরে যাবে।
তোমার আমার ভালবাসা গান বাতাসেতে মিশে যাবে ।
কিছু রয়ে যাবে পাখির ঠোটে ;
কিছু রয়ে যাবে প্রাচীন বটে ।
কিছু রয়ে যাবে নক্ষত্রদেশে আলোকবর্ষে ফিরিয়ে দেবে ।


আমিও জানতাম তুমিও জানতে একদিন ফিরে যাবে।
তোমার আমার পরিযায়ী মন সুদূরেতে পাড়ি দেবে ।
কিছু রয়ে যাবে পুরোনো মুলুকে ;
কিছু রয়ে যাবে ছেঁড়া তমসুকে ।
তোমায় আমায় মিলিয়ে দিতে বৃষ্টি হয়ে কিছু ঝরবে ।