যেখানেই যাও কিছু রেখে যাও
    রেখে যাওয়া ফসলের রূপকথা।
সে এসেছিল গান গেয়ে কথা রেখেছিল,
এখন অতীত চলে গিয়েছে কোন সুদুরে।


গাছে লটকে থাকা শতরঞ্জি ঘুড়ি
   হাল্কা বাতাসে পতপত করে উড়ছে ।
একদিন সুতা জীর্ণ হবে কালের খেয়ালে
    সেদিন আর উড়বেনা এমন করে।


লেত্তি থেকে লাট্টু দম নিয়ে মাটিতে
   অনবরত বনবন করে ঘুরে চলেছে।
আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারকা
  একদিন ঘূর্ণনে স্তব্দতা প্রকৃতির দরবারে ।


ছন্দ দিয়ে ছন্দপতন নাকি এই স্পন্দনের
   ছন্দপতন যদি হবে তবে কেন ছন্দপত্তন।
সিন্ধু নদের তীরে গড়ে ওঠা নগর হারায়
   আবার তাকেই উদ্ধার করি হৃদয় খুঁড়ে ।