এখন আর জীবন পদ্ম ফোটা জলের মতন নয়
যে জলজ প্রাণীর অবাধ গতিবিধি চক্ষু গোচর হবে ।
এখন দিন রাত স্বচ্ছতা শুষচে ময়দানবের উগ্রতা;
বিভেদ গরল মিশিয়ে আনতে চায়ছে রক্তের শুদ্ধতা।
উন্নতির চরম শিখরে ওঠার প্রতিযোগিতার ঈর্ষা ।
এখন চিমনীর ধোঁয়া নীল আকাশ গিলে ফেলছে।
অহমিকার আবর্তেই আমাদের নির্দিষ্ট প্রদক্ষিন সরণি
না তুমি আমি না কেউ ভাঙতে অপারগ এই চক্রব্যূহ ।