চল আর একবার হারিয়ে যাই ।
ঝরাপাতা দুপায়ে মাড়িয়ে যাই।
আম কুড়াতে কালবৈশাখীর ঝড়ে ।
সময় ভুলে ডাক দিয়ে যাস ওরে ।


চল আর একবার হারিয়ে যাই ।


মাঠভরা সবুজ হলুদ সর্ষে ফুলে
যত রাজ্যের কাজ সবকিছু ভুলে ।
প্রজাপতি ধরতে কাটুক না প্রহর
দিঘির জলে পানকৌড়ি সাঁতার ।


চল আর একবার হারিয়ে যাই ।


অনেক দিন খেলিনি ধুলো খেলা
নদীর পারে রাত কাটাব মেলা ।
ডাক দিয়ে যাস চোখের ইশারায়
হারিয়ে যাব দুইজনে দুরের সীমানায়।