আরো একবার যদি ফিরে আসো
তুমি একবার যদি ফিরে তাকাও
          চলে যেওনা বনলতা সেন।
তুমি চলে গেলে নামবে আঁধার
বাতাস জুড়ে বিষ ছড়াবে আবার
     (তাই) চলে যেওনা বনলতা সেন  ।


ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস পথ হারাবে
জারুল গাছে কালো ছায়া ঘনাবে
কল কল্লোলিনী ধ্বনি আর শোনা কি যাবে ?
          (তাই) চলে যেওনা বনলতা সেন ।


পাখির বাসায় ছানা ডানা মেলেনি
ফসলের বুকে মধু জমে ওঠেনি
কেমন সে কনেদেখা আলো সে আজো বোঝেনি ?
        (তাই) চলে যেওনা বনলতা সেন ।


এই প্রাণহীন শহরেতে তুমিই সকাল
তুমি এক কাপ চুমুকেই প্রানচঞ্চল
তুমি ছাড়া কে হবে বলো ভুখামিছিলে সামিল
          (তাই) চলে যেওনা বনলতা সেন ।