মনের কথা কেউ জানুক না জানুক
আমার মুঠোফোন জানে।
আমি কোথায় থাকি আর কোথায় না থাকি
      আমার মুঠোফোন জানে।
মিথ্য বলছি কি সত্যি বলছি ওই জানে
মুখের কথা বললে তাই চটপট লিখে দেয়।
আমার ছবি রুপের রানী করে দেখায়।
ওই তো জানে কখন প্রেম ডাক দেবে।
কথার সুরে সুরে ও রাত জাগবে।
খিদে পেলে মুখ কালো করে ঘুমিয়ে যায়।
কান্নাকাটি তেমন কিছু করেনা ।


ওকে ঘরে আনতে বায়না করেছি বাপ মায়ের কাছে।
চোখের জল ফেলেছে ওরা
তাতে বয়েই গেছে আমার।
আমার বন্ধুর আছে আমার চাই। ওর চাইতে ভাল।


ও আমার কলা কীর্তন সারা দুনিয়াকে দেখায়।
আর রাতারাতি কেমন সেলেব্রিটি হয়ে যাই।
একদিন ইচ্ছা হোল পাখায় দড়ি বেঁধে ঝুলি।
ওই তো আমার ওইতো আমার সাক্ষী সবুদ
কেউ না বাঁচাক ওই তো বাঁচিয়ে দেবে।
শেষের কালে সব বুছেছি ও কিচ্ছু পারেনা ।
দমবন্ধ হয়ে ছটফট করে মরছি যখন
ও বোকার মতন ভি ডি ও করে যায়।
দেরি হলেও সার বুঝেছি ও যে আপন কেউ নয়।