১)
এ চাঁদ যে আমার, নয় কারোর
হৃদয় কোনে তারে লুকিয়ে রাখি।
কেউ যেন একটুকু না জানতে পারে
চাঁদকে ঘিরেই তাই স্বপ্ন আজও দেখি।


২)
অনেক দিনের পর অনেক কথকতা
মুক্তি পেয়েছে তা বন্দী ছিল কোথায়?
সামনের বাধা ভেঙে ফেলেছে খিল।
যা কিছু সামনে পায় ভাসিয়ে নিয়ে যায়।



৩)
ঈশ্বর নিজেই খুব চিন্তায় আছেন।
আজ জুটেছে যা হোক কিছু
        কাল কি হবে নিজেই জানেনা?
ঈশ্বরের কিছু ছানাপোনার গজিয়েছে ডানা;
মোহমায়ার বাঁধন মানছেনা,
        আগামীদিন শুষতে চায়। ঈশ্বর দেখে দেখেননা।
৪)
হয়তো বা একদিন ফুরিয়ে যাবে এই বিষণ্ণ রাত্রি
আমরা যারা চলেছি নাগাড়ে সকাল শুরুর যাত্রী ।
পাঁজর জূড়ে রয়ে গেছে বিনিদ্র কত অসহায় ক্ষত
অবিরাম পথ হাঁটি নতুন দিনের করেছি যে শপথ ।