১)
সাঁঝ বেলার গান
মন করে উচাটন
এলো মাস ফাগুন
দরবারীতে কি আগুন?
২)
পেটের খিদেয় ছানা কাঁদে
বাবা এখন দারুন ফাঁদে ।
সরকার বলে উচ্চনাদে
বেকারি নেই সেই সুবাদে।
৩)
ভেঙে গেছে ঘুম রাজরানী
শুনে ইঁদুরের শব্দ খুটখুটানি ।
আর এক রানীর সে কি চিল্লানী ।
চমকে চমকে ওঠে বুক
ছলকে ছলকে ওঠে পিলে
দেশের মানুষ বলছে পালায় পালায়।
সেই সুযোগে পরদেশী রাজা
যদি ও জানি তিনি ও খাজা
বাজার বুজে বলে আজা আজা
ধরে বেঁধে নানান রকম পাঁচন গেলায়।
৪)
এমনি এক প্রবমান প্রেমধারা
যেন বয়ে যায় নদী দিশাহারা।
যতদূর যায় পিছু ফিরে ফিরে চায়
ইশারাতে বলে হৃদয়েতে দিও ঠাই।