১)
এগিয়ে এসো মেয়ে  তুমি কিচ্ছুতে কম নও
অন্ধ সংস্কার থেকে আগে নিজে মুক্তো হও।
আসবে বাধা কুল ছাপিয়ে নস্যাত করে ধাও
তুমিইতো সেই নারী যে আশার প্রদীপ জ্বালাও।
২)
উড়ুক না আজ জয়পতাকা মুক্ত আকাশ বাতসে
নর নারী পেলে সম আধিকার তবেই সেদিন আসে ।
উড়বে পাখিটা নীল দিগন্তে দুই ডানাতে ভেসে
নয়তো দেশ পিছিয়ে যাবে অনাসৃষ্টি অবশেষে ।
৩)
শুধু ভালবাসা দিয়ে পৃথিবী করবো জয়
কি আছে আমার যদি তোমাতেই হই ক্ষয়;
জানো কি নদী কেন মোহানাতে ধেয়ে যায়
বুঝেছ, বৃষ্টি কেন রুক্ষ মাটিকে ভেজাতে চায়?
৪)
বেলা শেষে ঝরে পড়ে যায় অবুঝ আমের মুকুল,
মোহানায় এসে চঞ্চলা নদী হারিয়ে ফেলে দুকুল।
তীরে এসে তরী ডুবে যায় বেহুলার নৃত্য-তালে ভুল,
সব ভালো যার শেষ ভালো না'হলে হানে ত্রিশুল।