১)
কাল চলে কালের নিয়মে
নর আত্মমোহে অন্ধ ভ্রমে।
মিথ্যা কহে যম কি ক্ষমে
অভুক্ত রহে অগাধ শ্রমে।
২)
মনে পড়ে যায় সেই মহানায়কের কথা
উথলে ওঠে রক্তে সেই সেদিনের ব্যথা।
ভালবাসার অনুশাসনে রচিত নকশিকাঁথা
হৃদয়ে থাকবে আদি অনন্ত সেই গৌরব গাঁথা ।
৩)
না বলা কথা বুঝে নিতে তুমি আমার সেই
মনের আঁধারে ছড়াও আলো সেই তুমিই ;
গ্রহন লাগে হাজার কাজে খুঁজি তোমাকেই
দুঃখ-সুখের মাঝে বিরাজমান সেই তুমিই।
৪)
কেন খুঁজি মরি অরূপরতন অতল বিশ্বচরাচরে  
সে যে লুকিয়ে আছে প্রতি জীবের অন্তরে অন্তরে।
কুকুর ছানা যেই লেজ নাড়ে,গোমড়ামুখে হাসি ঝরে।
চোখের জল মুছে দিতেই বুকের পাষাণ গেল সরে।