১)
সে হারিয়ে গিয়ে হারায়নি, রয়েছে মনের স্মৃতিতে
কখন তাকে তুলে আনি বাস্তব কঠিন মাটিতে ।
যদি কেউ কিছু বলে, তাই সযতনে রাখি নিভৃতে
'আমায় কি গেছো ভুলে' বলেছ কত স্বপনেতে।
২)
জীবন এমনি করেই চলে যায়,
কোথায় যে যায় কোথায় হারায় ।
যা রয়ে যায় তাই নিয়ে বসে রই
যদি সে আসে তাই পথ চেয়ে ঠাই ।
৩)
জনতার মুখে সত্যি কথা মিষ্টি লাগেনা লাগে তিতা
ঘুমায় যেজন জেগে জেগে তাকে জাগানো বৃথা।
খুব বলেছিলে সব্বাই পাবে স্বাস্থ্য শিক্ষা কর্মটা
আশায় আশায় বছর কেটেছে, ধরা পড়ে গেছে মিথ্যাটা ।
৪)
চেওনা কিছু।
কিচ্ছু পাবেনা সব গেছে কালের গভীরে
কেন ঢেউ নিয়ে আসো তীরে, শুধু বারে বারে?
তখন কেন বাঁধলেনা বুকে, সে মেঘ গেছে অভিমানে ফিরে।
উৎস মুখে নদী আসবে কি করে ফিরে?