১)
আমার কাছে আমার ঈশ্বর
দুবেলা দুমুঠো খেতে দিও হে কর্মঠাকুর।
মাথার ঘাম পায়ে ফেলে
কোনমতে সংসার যেন চলে হে কর্মঠাকুর।
ঝড় বৃষ্টিতে যেন মাথা বাঁচে  
কেড়ে নিওনা একটুকুন ছাদ ওহে কর্মঠাকুর।
অঞ্জলি দেব মেধা আর পেশীশক্তি
মরন শেষে ঠাই যেন পাই মাটিতে দেখ কর্মঠাকুর।
২)
করো কেন ভুল করো মশা নির্মূল
সকাল সন্ধ্যে গান শুনিয়ে নিত্যি ফোটায় হুল।
তবু আমরা কেমন নির্বিকার নিরুত্তাপ
সচেতন হলে আগামিতে করতে হবেনা অনুতাপ।
৩)
দারুন শব্দ চয়নে কাননে কুসুম ফুটছিল
বুকের ভিতর ঝড় ছিল। আর কি চোখের জল ছিল?
হয়তো প্রেমিকের চোখে বসন্তরাগ খুঁজছিল  
পত্রঝরার দিনে নিরব হয়ে মর্মরধ্বনি শুনছিল ।
৪)
মানুষের মতন বাঁচতে চাই
ক্রীতদাস হয়ে নয়।
মাথার ঘাম পায়ে ফেলেই
এগিয়ে যেতে চাই।
দায়সারা ভিক্ষার ঝুলিতে নয়
সম্মানজনক কাজ চাই।