১)
তোমার হৃদয় যেন আত্মহারা নদী সে পথ খুঁজে যায়।
আলো অন্ধকারে যে কোন উপাচারে সে পূজা পায়।
আরও সহস্র্য বছর সে যেন থাকে তাঁর অপেক্ষায়।
যেতে যেতে যেন আলোর প্রদীপ জ্বেলে যায়।
২)
কি হয় কি হয় এসেছে চৈত্রমাস
শুনেছি এ মাস কারো কারোর সর্বনাশ ।
গ্রাম শহরে তাঁর ডাক শুনে মন যে উদাস
তবু হৃদয়ে প্রেম আসুক, হোক সর্বনাশ ।
৩)
যা হয়নি তাঁর জন্য আর কেন দিন গোনা
যা চাই শুধু সেইটুকু নতুন করে হোক বোনা
ঘরে বাইরে এখন ফাগুন করছে আনাগোনা
কুহু কুজনে ফুটছে ফুল তাই পিছনে চাইবনা।
৪)
ওরা খেলবে জনগণ কি করবে
কেন ? ভুখা পেটে খেলা দেখবে।
ওরা কোন ছকে কেমন খেলবে
কেন ? একে অন্যকে দুষবে।
ওরা চিল চিৎকার করে খেলবে
আর জনগণের নাভিশ্বাস বাড়বে ।