১)
হায়রে হায় আমার নকশিকাঁথা
তোর হৃদয়ে বেজেছে বড় ব্যথা;
ফেলে দিয়েছি ডাস্টবিন যেথা
স্মৃতিকণায় ভাসে তোর ইতিকথা।
২)
আর ও দূরে যাবার ডাক আসছে যেতে হবে আরও আরও।
কেন পিছনে পড়ে আছো চলে এসো সব বাঁধন ছিঁড়ে তুমিও।।
অবিরাম যেখানে হিম পড়ে, না হয় সেখানেই দুদণ্ড ঘুমিও।
যদি কুয়াশার চাদর সামনে আসে, দু হাত দিয়ে সরিও ।।
যদি দেখো দূরে ঝড়ের পূর্বাভাষ,হাতের উপর হাতটি রাখিও।
বৃষ্টি যদি ঝরে অঝোর ঝরে, মেঘমল্লারে তানপুরা বেঁধে নিও।
৩)
জেনে গেছি মৃত্যুই শেষ কথা নয়
শেষ পর্যন্ত জীবনই বলে শেষ কথাটাই ।
জীবনের জন্যে তাই নিত্যি করি লড়াই
এসো সাথী সব্বাই বাঁচি এবং বাঁচাই  ।
৪)
তুমি ভালবাসনা বলে
     আমার ভালবাসা মিথ্যা হয়ে যায়নি ;
এত ঝড়ের ঝাপটা সহ্য করেও
     জ্বলিয়ে রেখেছি দীপ নিভতে দিইনি।