১)
সে নাই সে আসে নাই তবু তাঁর অপেক্ষা
মনে মুখ ভেসে ওঠে এই যা রক্ষা।
জলের স্পর্শ নেই শুধু তিতিক্ষা।
তবু ভিক্ষা নয় জীবন শেখায় শিক্ষা।


২)
দারুন সুন্দর একটা কবিতা
মনমেঘে সহসা উজ্জীবিত সবিতা।
স্মৃতির পাতায় আশ্চর্য ছবি'তা
অন্তরে অন্তর ফুল সৌরভে পুজি'তা।
৩)
মন হোক সুন্দর সূর্যের প্রথম কিরনে
ফুলের মতন হোক বিকশিত কাননে।
হিংসারা যেন জ্বলে যায় নিত্য দহনে
সদয় হই সবার প্রতি প্রসবিত পবনে।
৪)
নেতার পায়ে তেল দিয়েছি
দিন যেন আমার ভালো হয়।
এদিক ওদিক দেখে নিয়ে
টপাস করে ঘুষটি খাই।
কেউ দেখেনি কেউ দেখেনি
যদি ও জানি এটাই আমি ।
তবু মনে হয় কেউ দেখেছে
সে কি সেই অন্তর্যামী?