১)
তখন বসন্তদিন
তোমার জন্য পলাশ ফুটেছিল
তখন বসন্তদিন
কাননে কোকিল ডেকেছিল ।
এখন বসন্তদিন
তোমার বিহনে হৃদয়ে দহন
এখন বসন্তদিন
শুখা গাঙে ও পাড় ভাঙন ।


২)
আমি তুমি মারা গেলে সেও যাবে দূরে
ও বাঁচে একসাথে মরনে তিনজনাতে মরে ।
যদি পোড়াও মোম পাবে সাথে উষ্ণতা
আর রাখলে সাথে মন যে কেমন করে।
এ পথ ধরে কেও যায় কেউ আসে ফিরে
কেউ যায় জীবনে কেউ যায় স্মরনে।
দিনের মতন সম্পর্কে স্বার্থ থাকেনা
রাতের সম্পর্কে অদৃশ্যমানতা ডেকে আনে।
৩)
সারারাত চোখে ঘুম নেই কার?
যে বেকার যে সকার, আর যারা নির্বিকার।
রাত্রি হবে পার, ভাবনার এপার ওপার
জীবন মৃত্যু খোঁজে, চেয়েছিল স্বস্তি উপহার।
৪)
কিছুই পারিনি দিতে নিয়েছি দুহাত ভরে
ফুল পল্লবে আর কত শিকড়ে বাকড়ে ।
নানারূপে দিয়েছো সবটা উজার করে
তবু ও যে রক্তাক্ত করি রাত্রিদিন অষ্টপ্রহরে।