১)
যেদিন গেছে চলে অস্তাচলে
সবটা নিয়ে যায়নি কিছুটা গেছে ফেলে।
স্মৃতির সিন্দুক উপুড় করে দেখি
জাগ্রত জলছবি সকাল রদ্দুরে খেলে।
২)
ফেলে দেওয়া ছাইগাদাতে সবুজের মাথাচাড়া
পচে যাওয়া বৃক্ষবাকলে ক্ষুদানিবৃত্তি করে কীটেরা ।
বুকের জীর্ণ হাঁপড়ে অবিরত স্মৃতির ঝর্ণাধারা
বিকেলের হলুদ রদ্দুরে কৃষ্ণকলিরা দেয় সাড়া ।
আগামীর স্রোতধারা আমাতেই শেষ হয়ে যাবেনা
চলে যাবার আগে সরিয়ে দিয়ে যাব কচুরিপানা।
৩)
বিপ্লব আসুক সূর্যের আলোকিত কিরনে
জীবন বাঁচুক স্বস্তির নিঃশ্বাস পবনে ।
আনন্দ আসুক কিছু স্বার্থ বিসর্জনে
বিচারের বানী পথ দেখাক ক্ষমার আলাপনে।
৪)
মনমেঘে সহসা উজ্জীবিত সবিতা।
স্মৃতির পাতায় আশ্চর্য ছবি'তা
অন্তরে অন্তরে ফুল সৌরভে পুজি'তা।
দৃষ্টিতে পাই প্রকৃতি অপরূপা সজ্জিতা।