১)
ভালবাসা ঘরে ফেরায় , ভালবাসায় পথ হারায়
ভালবাসাতে ঘর ভাঙে সেই ভালবাসায় জীবন সাজায়।
সঠিক নমক স্বাদে মাতায়, তিতা লাগে অধিকতায়
অন্ধ ভালবাসা পথ না'পায়, তাই মরুর বুকে পথ হারায়।


২)
সুন্দর শব্দঝঙ্কারে বিষণ্ণ হৃদয় উঠেছে মেতে।
ফুলভারে বৃক্ষশাখা দোলে দখিনবাতাস সাথে।
আজ হয়তো চাঁদ হাসবে, আমার গহীন রাতে
আসবে জোয়ার বয়বে স্রোত শুন্য হৃদয় খাদে।


৩)
আশায় আশায় আজো থাকি, ডাকবে কবে আবার কাছে
যেমন ফসলের গান শুনবে চাষা সেই আশাতেই বাঁচে।
আগাম দিনের স্বপ্ন আশা, পাখিরা তাই বাঁধছে বাসা
আমারও অপেক্ষা। অমাবস্যার শেষে পূর্ণিমাতে ভাসা।


৪)
সব পাখিই মাছ খায় মাছরাঙ্গার দোষ হয়
ধিকিধিকি তুষের আগুন দাবানল হয়ে যায়।
দেয়ালে ঠেকলে পিঠ পবিত্র অসন্তোষ
বাজের ডানায় আগুন দিয়ে ত্রাসের সর্বনাশ ।