১)
যা আছে তাইবা কম কিসে?
যা নেই কেন করি হাহুতাস।
সব পেলে যে নষ্ট গোটা জীবন
থাকনা ওসব বিলাশ ব্যসন।
২)
কিছু তো পেয়েছি কিছু তো দিয়েছ
এই যে ভাঙ্গা হৃদয় এই যে নদীর কান্না
যা দিয়েছ ওতেই আমি অনেক খুশি
মানুষকে হাসাই লুকিয়ে রেখে কান্না।
৩)
দুস্তর মরুপথ চলেছি আমি একা একা
কেউ কোথাও নেই হৃদয়ের মতো ফাঁকা
বড় বেদনা যেদিকে দেখি সেই মুখ আঁকা
সবাই আছে তবু আমি ঈশ্বরের মতো একা।
৪)
মানুষের জয় চাই। কিন্তু হচ্ছে কোথায়?
ঐ যে মানুষ ওরা! প্রতিশ্রুতি গালভরা।
ওরাই তো বুঝি মানুষ।
আর ঐ যে ওরা ? বৃষ্টি ভেজা রোদ্রে পোড়া
ওরা কি নয় মানুষ!
কে আসলে মানুষ? আজ চেনাও কবি মানুষ
সেই মানুষ চাই  যে বা যারা ছিনিয়ে আনবে জয়।