১)
তোমার বসন্ত ফুলেল মূর্ছনায়
তোমার কাননে পাখিরা গান গায়।
তোমার অধর জুড়ে ঝর্ণা তীব্র অপেক্ষায়।
      আমি নিতান্ত বেমানান ঝরাপাতার দলে ।


২)
বোঝে না কেউ মনের ব্যথা
মন চলে যায় হেতা সেথা।
যতই বুনতে চাই নকশিকাঁথা
সব হয় শেষে কথারকথা।
৩)
এমন বিরহী কাব্যে মন যমুনায় নাববে
অন্তুরে অনন্ত দহন, না যায় কাহারে কহন।
কানু কিছুই বোঝেনা তাই বেনু তাঁর থামায়না
কি করে রাই করে সহন, সে আনমনা অনুক্ষন ।


৪)
দিলাম মনের জানলা খুলে
প্রেম তরণী উঠলো দুলে;
খোঁপার বাঁধন আলগা হোল
হটাত এ হৃদয় বিকল হোল।