১)
চন্দনে চর্চিত চঞ্চলা চন্দ্রাবলী...
চাতক চোখে চেয়ে চেয়ে চিত্ত চঞ্চলিল...
চিরকাল চন্দ্রাবলীর চোরা চাহনি চিৎকার...
চিরকালিন চৌর্যবৃত্তিতে চুম্বন চুমিল...


২)
জীবন কে ভালবাসার কবিতা
উদয় অস্ত শ্রমে মিটাই পেটের খিদা।
তবু তোমায় ভুলিনা ও আমার মিতা
মনের সাথে ঘর বেঁধেছি নাম তাঁর কবিতা।


৩)
মায়ের সাথে সন্তানের নাড়ির টান
কেউ দেখেনা চোখে শুধুই অন্তর অনুভবে।
শিশুর কষ্টে মায়ের হৃদসাগর উথলে ওঠে
সুধাপানে কান্না থামে মায়ে পোয়ে চায় নীরবে ।


৪)
ভাব গম্ভিরে যাতনা কথা
মনের ভিতর গোপন ব্যথা।
কেউ কোথাও নেই হেথা
কারে বলি ব্যথার কথা।