১)
নিজেকে হীনমন্যতা থেকে বাঁচাতে হবে,
যেমন করে গাছেরা আলো চিনে নেয়।
বানজার ভাবনা থেকে মুক্ত হতে হবে
যেমন মাটি উর্বর আকাশ বৃষ্টিধারায়।


২)
কি দরদে কি মরমে বলে যাও তাঁর কথা
লুকিয়ে ছিল কি অন্তরে হয়ে গোপন ব্যথা।
আশ্চর্য অনুভুতি তীর ছুঁয়ে ছুঁয়ে যায় সে সৃষ্টি
হোক বৃষ্টি সে কাব্যসুধায় ঝরুক অবিরত বৃষ্টি।


৩)
বন্ধু যার কবিতা পায় ভাবে পৃথিবীটা তার
এমনই পরম ধনী সেইজন বন্ধু ভাগ্য যার ।
বুকেতে অন্তঃসলিলা চিকচিক বালুকাবেলা
নজরে নজর অষ্টপ্রহর হৃদয়মাঝে গুলমোহর ।


৪)
সব্বাই বেছে বেছে নেয় নিজের এক পক্ষ
যেটা সে বেছে নেয় ভাবে ওটাই শুক্লপক্ষ।
যেটা পড়ে থাকে নিতান্ত ছেঁদো কৃষ্ণপক্ষ
যারা এপারে ওপারে নয় ভাবে নিরপেক্ষ।