১)
আমার জীবন আমি চিনেছি
স্বার্থের জন্য নিজেকে বিকিয়েছি
কত সময় যে ব্যয় করেছি
ক্ষমতার মসনদে আসীন হয়েছি।


২)
মাটির ভাষা মাটি জানে
আর যে জানে তারে কয় সুজন
মাটি সবে দিয়ে শুন্য হয়
সুজন হলে করতে হবে বীজরোপণ ।


৩)
রামের বাবা রাজা ছিল
বনে বান্দারে দিন কাটছিল
সোনার হরিণ ছুটছিল
পাতা ফাঁদে পা দিয়েই দিল।
লোভের বশে যা হবার তাই হোল
সোনার প্রতিমা তাইতো হরন হোল।


৪)
করেছি কত কল্পনা, এই ফুল পাখি চাঁদ আল্পনা
তুমি ছাড়া ভাল্লাগেনা নববর্ষের জাল বোনা  
ডঙ্কা বাজিয়ে জাগছে কোরনা
শুনছি মৃত্যুঘোষণা  ।