১)
সকাল হয়েছে বিদায় নিয়েছে রাত
আমের বোলে মৌমাছি মৌতাত ।
দাওনা রেখে হাতের উপর হাত
আমিও বলে দিলাম বন্ধু সুপ্রভাত।


২)
ছেলে মরল পাড়া জুড়াল
শান্তি এখন দেশ জুড়ে।
চাইবেনা কেউ কাজ দাও
সকাল সন্ধ্যে আগুন সুরে।


৩)
এই রক্তঝরা' কি কাম্য ছিল
খেটে খাবার যে তাগিদ ছিল।
হারিয়ে গেছে পুঁজি উত্তর খুঁজি
জবাব দেয়না কেউ সোজাসুজি ।


৪)
হাতে রয়ে গেল পাঁচ
ভেবে গেছি সাত পাঁচ ।
টের পেয়েছি আগুন আঁচ
দেশের জন্যে কে ভাবে? আগে নিজে বাঁচ।