১)
ক্রমশ কুয়াশা ঘিরছে। শপথ করি ...
হারিয়ে যাওয়া শব্দগুলো তুলে ধরি ।
একটা হলে কবিতায় তাদের রাখি
তবেই জলধারা হয়ে যাবে সমদ্রমুখি।


২)
এমনি করে কে বা কারা বুকের ধন করে চুরি।
ওই তো আমার শিবরাত্রি'র একমাত্র সলতে।
না চাইতেও রক্তের হোলি খেলতে হোল তাকে
আমি কি শুধু রয়ে গেলাম সারাজীবন কাঁদতে।


৩)
বাকি কথা রেখে দিয়েছি মাধবীলতায়,
দুলছে কিছু স্বপ্ন, এখন মুকুলিত হতে প্রায়।
কিছু ছোঁয়া তুলে রাখা আগামী বসন্ত পলাশে
তবু দুজনার অন্তরালে সুনামি একি বিরহমাস!


৪)
জীবন হয়তো এইরকমই
বয়ে যায় ঠিক নদীর মতনই।
থামলেই মহামারী ভিড় বাড়ায়
মৃত্যুরা সম্মুখে পেশীশক্তি দেখায়।