১)
ফুল হয়ে যায় পথের কাঁটা
বুক পকেটে আলপিন আঁটা।
কথা সরণী বেয়ে পথ হাঁটা
চাহিদা ছেঁটে জীবন সাদামাটা ।
২)
এগুলো জ্যান্ত ভুতের কাণ্ডকারখানা
ওরা সুজন ভাবনা মাথায় আনেনা।
একজন খায় লুটেপুটে নিচের সবটুকু
অন্যটা সাধুর বেশে বেচে ভিটে টুকু।
৩)
সুন্দর শব্দ সম্ভারে প্রতীক্ষা
সে আসলেই তবে শেষরক্ষা ।
তুমি তো আমার পবিত্র শিক্ষা
অপেক্ষা শেষে মিলন তিতিক্ষা ।
৪)
তবে সেইদিন আর আসবেনা
নদী তো আর উল্টোদিকে বইবেনা।
সময় তো আর পিছন পানে দেখবেনা।
ক্ষমতা পেতে মানুষ আজ মানুষ না।
তারাও আর আপন পর চিনবেনা।
তাই সেদিন আর কখনই ফিরবেনা।