১)
আশার বেলুন উড়ে যায় নয়তো ফেটে যায়
আমরা কেমন বোকা হাঁদা তবু আশাতেই রই।
আসবে আবার সুদিন গাইব খুশির গান
হায়, আঁধার কুয়াশায় জীবন কেটে যায়।
২)
ভালবাসার মধুর গীতি হৃদয়ে বাজে বীণ
বাঁশের পাতায় মৃদু দোল ফুটল বুঝি কলি ।
কোকিল বুঝি সব জানে তাইকি ডাকে কুহু
শুনে নদীর বুকে ছলাত ছল মন ওঠে চঞ্চলি ।
৩)
কেউ নেই কোথাও যেন প্রাণ নেই
সবই এক শুন্যতা নেই কোন পথ নেই।
শুন্যতায় ঘিরেছে আমাদের
আমরা নাকি অমৃতের সন্তান!
তাহলে অমৃত কোথায়? সবটাই তো গরল
গরলের ভাগিদার হয়েছি, তোমরা অমৃতের
চুরি করা শ্রম লুকিয়ে রেখে
জীবন করেছ আলোকময়।
     একদিন আমাদের হবেই
     সেইদিনের আছি অপেক্ষায়।  
৪)
দারুন ছন্দে কবিতা আনন্দে
বয়ে গেছে সকাল থেকে সন্ধ্যে।
মন মেতেছে আম কাঁঠালের গন্ধে
উজ্জীবিত রসনার প্রতি রন্ধে রন্ধে।