১)
দিন কাল ভালো না ... ওদের কথা বোলনা।
দিন কাল ভালো না .. ওরা এখন অমিত শক্তিধর;
দিন কাল ভালো না .ওরা এখন রক্তের হোলী খেলবে।
দিন কাল ভালো না ক্ষমতা পেয়েছে, তুমি চুপ করে যাও।


২)
বিজয়ী সে তারে পুরস্কার দাও
    সে হবে যে মুণ্ডমালিনী ।
রক্ত নদীতে স্নান করে সে
    হয়েছে যে পবিত্র পুন্যদায়িনী।


৩)
কিছু কথা বাতাস জানে উড়িয়ে দিতে আঁচল
কিছু কথা ফাগুন বলে ফুটিয়ে দিতে ফুল।
কিছু কথা গোপন থাকে আঁধারে অতল;
কিছু কথা পথ খুঁজে পায় সরিয়ে দিয়ে ভুল।


৪)
বারবার ঢেউ বেলাভুমিতে আসে ।
আর বারবার ফিরে যায় ।
তীরভূমি দেয়না কিছুতেই ঠাই।
তুমি ও কি তাই ।