১)
সময়ের কাঠামোয় আমরা বাঁধা আছি
সময় বুঝে ঘুমিয়ে পড়ি সময় হলেই জাগছি ।
সময় গুনে না চললে পিছনে পড়ে যাচ্ছি
হারাতে হারাতে সুদুর দুগন্তে বুদবুদে মিলাচ্ছি।
২)
একদিন সব ফেলে চলে যাব ওই সুদুরে
কারোর ডাকে তখন আর সাড়া দেবনা ভাই।
পশ্চিমে তখন অস্তাচলের সূর্য ম্রিয়মান
দুহাত বাড়িয়ে মাটি'মা ডাকে আয় ফিরে আয়।
৩)
তুমি ঝড়ের মতন এলে আমার হাজার কাজের মাঝে;
কোথায় তোমার আসন পাতি, কোন ফুলেতে মালা গাঁথি ।
ইচ্ছা আমার এখনি হবে বাঁধনখোলা পাগলপারা নদী
জোয়ার এলেই ছাড়ব সোনারতরী তুমিই তখন সাথের সাথী।
৪)
আজো আমার হয়নি বলা মন গভীরের কতকথা
একটু দাঁড়াও এখনি ঘুমাবে পাড়া প্রতিবেশী ।
রাত গভীরে যাব অভিসারে। তুমিই শ্যাম সমান
খানিক না হয় বাজাও বসে কদম তলে মোহনবাঁশি।