১)
এই মন যেন আকাশের ওই মেঘরাশি
মাঝে মাঝে বলে চলনা ঘুরে আসি ।
চল ভবিষ্যতে, নয়তো যাবো দূর অতীতে
যেখানেতে ছোট্ট পাওয়ায় অনেকখানি হাসি।


২)
লোকে যে যা বলে বলুক
আমার তাতে কিচ্ছু যায় আসেনা।
আমি করি আমার কাজ
ওদের গাত্রদাহ কেন তাইতো বুঝিনা।


৩)
আজ নয়! তোমার সাথে আমার গভীর পরিচয়
তুমিই আমার নিয়তি তুমিই আমার শেষ ঠিকানা।
কিন্ত যে কুঁড়িগুলো আমার দিকে চেয়ে অনিমেষে
কিছু স্বপ্ন এখনও রাতঘুমে, কিছু সময় করি যাচনা ।


৪)
মানুষ তো একদিন জাগবেই
ঘুমঘোর সেই দিন কাটবেই ।
মুখোশটা টেনে টেনে ছিঁড়বেই
হৃদয়ের রঙ নিয়ে সূর্যটা উঠবেই।