১)
মানুষের হুঁশ বুঝি কমে গেছে ধীরে ধীরে
দিয়েছি সবাইকে সবটুকু উজাড় করে।
কিছু আছে সর্বগ্রাসী যত পারে লুঠ করে
বাদ বাকি ছিটেফোঁটা আমজনতার তরে।
২)
প্রেমে দিয়েছ সাড়া পেয়েছি সম্মতি
তুমি ছাড়া এই জগতে নেই যে গতি।
তুমি কচি কিশলয়ে ডাক দাও, না এসে পারি
আষাঢ়ের বাদল এনেছ, আমি ভিজে যেতে পারি।
৩)
যে যেখানে আছে মনের আশে পাশে
কেউ একটু দূরে কেউ একটু কাছে।
নিটোল একটা সকালের প্রত্যাশে
কঠিন দিন সহজ হোক সেই ভরসার আঁচে ।
৪)
আকাশ বাতাস ফল ফুল নদী
এ সব তোমারি হে , তোমারি সব দান।
সূর্য চন্দ্র তারা ওঠে, পাখি গায় ফুল ফোটে
আমরা সবাই রাত্রিদিন, গাই তোমারি গুনগান।