মায়ের কাছে আমরা সবাই এত্ত কিছু পাই
সে মাকেই কেন রেখে দিই চরম অবহেলায় ?
সত্যি যদি মায়ের কষ্ট লাঘব করতে চাই
মায়ের চোখের জলটা মুছে সঙ্গে থাকা চায়।
***
মনে পড়ে সেই বটের ঝুড়িতে দোদুল দুলে
                      পুকুরের জলে ঝাঁপিয়ে পড়া ।
জলখেলাতে আঁশ মেটেনা পুকুরের জল ঘোলা হলে
                     চোখ লাল করে বাড়ি ফেরা।
আরও মনে পড়ে বাবুর বাগানে পেয়ারা চুরিতে
                    নাটক করেছি ধরা পড়ে গিয়ে ।
খুব মনে আছে প্রথম যেদিন খেলার ছলেতে  
                     করলি আটক মনের ঘরেতে ।
                        
***
হেমন্তের পাখি ডানায় ডানায় সুখ এনেছ নাকি
জীবনভোর এত সহ্য করেও, দেখি এখনও দুঃখ বাকি!
ঘন কুয়াশায় হারিয়ে গেছে সূর্য স্নানের দিন
অধীর হয়ে খুঁজে ফিরি লুকিয়ে কোথায় সুদিন?
জমিতে ফসলের উপচে পড়ে, তবু হৃদয় কেন ভার?
যেই জানে সেই জানে, কার ইশারায় খাচ্ছে কারা মার।
পায়ের উপর পা'টি তুলে, কারা যে সব দিব্যি আছে !
মাথার ঘাম পায়ে ফেলে চোখের জলে কেন বাঁচে ?
                
***
বড় আশা করে এসেছি আবার দুয়ারে
                দিওনা আমারে ফিরায়ে ।
কুহু কুহুর মিষ্টি স্বরে বসন্ত আজ দুয়ারে
               জনগন শুন্যতা দিও ভরায়ে।