১)
দোলন দোলায় সাজানো কাব্য দারুন সুখ শ্রাব্য
চারদিক তার উঁচু পার কোনদিক দিয়ে নাববো ।
এ জীবন স্রোতস্বিনী ধায় অবিশ্রান্ত
দেখি কি অপেক্ষায় জীবনমরুর প্রান্ত।
ফিরে দেখব পিছে সময় কোথায় যে ভাববো ।


২)
সে ডাকে সাড়া দিয়ে কবিরা মরেছে খরায়।
তাইতো ওরা চাঁদের জ্যোৎস্না খেয়ে বেড়ায়।
আজও সূর্যে বীর্য খুঁজে বেড়ায়,
বুকের ভিতর লেখনী অস্ত্র শানায় ।
ফুল বিছানো পথ ছেড়ে আগুন জ্বেলে বেড়ায়।


৩)
ঠিক আগের মতন নতুন করে ফাগুন আসুক ;
বনান্তরে আগুন লাগুক গাছে গাছে ফুল ফুটুক।
ঢেউ জাগুক নদীর বুকে
হাসি ফুটুক ওদের মুখে।
পেখম তুলে ময়ূর নাচুক আনন্দেতে হৃদয় বাঁচুক


৪)
আমি কি তবে সহজ? ভাবনা ভাবি আমার মতে;
সহজ সরল কথা বলি, হাঁটতে থাকি সরল পথে।
মাঝে মাঝে ঠকি তবু কাছাকাছি,
বিশ্বাস করে মানুষের পাশে আছি।
ঝড়েতে শান্ত, না পাওয়ার দলে,চড়ি না বিজয়রথে।