১)
অনেকদিন ওমুখে শুনিনি
তিক্ত মধুর কাব্য কাহিনী।
রাজা প্রজার বার্তা আলাপনি
দাগ রাখে প্রতিশ্রুতির স্রোতস্বিনী ।


২)
কি জানি কি হয় এই বরষায়
ভাঙা হাল ছেঁড়া পাল
              থাকি কার ভরসায় ।
টিক টিক সময়টা কার কথা বলে যায়।


৩)
দারুন আবেগে স্বপ্ন ছড়িয়ে
        নিয়ে চলে যাও মেঘের দেশে।
এ কেমন দেশ এ কেমন বেশ
        দিলাম সঁপে নিঃশেষে অবশেষে।


৪)
ওই এক কুমিরের ছানা দেখিয়ে
         কত কি ঘটে যায় এই বিশ্বে ।
গরিব এমনিতেই মরে, মরছে কর্ম বিনে
         মরবে আরও  বিষের বিষে।