১)
আমি ও বোবা কান্নায় আজো বৃষ্টি ভিজি
ওই দুচোখে চোখ রাখিনা সোজাসুজি।
এপারে ওপারে দুপারে যন্ত্রণা সবটা বুঝি
তবু ও জুঁই মালতি চাঁপার গন্ধ আজো খুঁজি।


২)
টিকটিকিতে টিক টিক টিক
চামচিকিতে চিকির চিকির চিক ।
খাস্তা বিস্কুটে দাদু জব্দ ঠিক
আঁচল ঢেকে ঠাকমা হাসে ফিক।


৩)
কল্পমন জানেনা  ব্যকারণ
কারণে অকারনে অণুলেখন ।
উপন্যাসের কথোপকথন
রাতভোর বৃষ্টি অনুরণন ।


৪)
যখন সে ভিক্ষা চায় দিয়ে প্রতিশ্রুতি
ক্ষমতা পেতে ভিকিরি হতে নেই দ্বন্দ অতি ।
যুদ্ধ জিতে ইন্দুর হয়েছে সিংহ পাষাণমতি
ভুলেছে প্রতিশ্রুতি তাতে কিছু হয়না ক্ষতি ।