১)
ঝড় থেমে যাক পৃথিবী শান্ত হোক
আলোয় আলোয় উদ্ভাসিত হোক দিনমান ।
স্বস্তির নিঃশ্বাস নেবে জীবজগৎ
রোদ্দুর মেখে নদীর জল নাচুক অনুক্ষন।


২)
বেঁচে ও মানুষ জীবন্ত লাশ
মরলে সে লাশ মাটিতে বিলীন হয়।
প্রেমিক মরলে বিশ্বপ্রেমিক
বাঁচে কবিতায় পায় বর্ণে পরিচয়।


৩)
শুনেছি ছন্দ দিয়েই নাকি ছন্দপতন
এটা ও জানি একমাত্র রতনে চেনে রতন।
আমাদের দেশ ও নাকি দেখাবে বিশ্ব-দর্শন
উপবাসে জনগণ। এটা স্বাস্থ্য সচেতনতার লক্ষণ


৪)
সংসার মানে অনেক অনেক কিছু
   তবু সংসারেতে হয়ে আছি মগ্ন।
কোথায় টোপর কোথায় কনে
     দুয়ারে হাজির উক্ত শুভলগ্ন।