যতদিন এই জগতে সূর্য চন্দ্র গ্রহ তারা বিদ্যমান
অন্তর জুড়ে তাঁর স্থান তিনি শেখ মুজিবুর রহমান।
যতদিন নদীর স্রোত গ্রাম নগর বন্দরেতে বহমান
তিনি নয়নমণি, সবার প্রিয় শেখ মুজিবুর রহমান।


স্রোত এসে এসে ফিরে যায়
     পাখি ডেকে ডেকে চলে যায়।
দিন আসে দিন ফিরে যায়
    সময় বলে আমার সময় নাই।


দাও হে তোমার অন্তর জ্যোতি
      দেখাও হে প্রভু অভয় মূরতি ।
মাথা নত করি সবে প্রণতি
    এ অসময়ে তুমিই অগতির গতি।


সকালের রদ্দুর এই কবিতার ফুলগুলি
দেখলেই মন ওঠেগো চঞ্চলি গো চঞ্চলি।
পাখি কোথায় ডাকছে কি করে তার নাম বলি
উথাল পাথাল নদীর ভিড়ছে তীরে নাও গুলি।