১)
মায়ের বুক মরুতে মরুদ্যান
প্রাণ ভ্রমরা যেন তার সন্তান ।
তারই তরে ভিক্ষা রাহাজানি
শরীরে ধারন সাতসাগরের পানি।


২)
স্বপ্ন কখনও হয়ে ওঠে দুঃস্বপ্ন
আজ যে বন্ধু কাল শত্রু জঘন্য
তবু ও স্বপ্ন দেখতে যে ভালবাসি।
তবু স্বপ্নতে মগ্ন এক থেকে আশি।


৩)
ক্যনভাস জুড়ে আঁচড় আখরে আঁকছে ছবি
যে যার মনের কথা অকপটে বলছে সবই ।
কেউ খরায় কেউ বৃষ্টি কেউবা আছে শোকে
মান অভিমান কল্পনাতে সেজে ওঠে পৃথিবী।


৪)
মত্ত হস্তি হয়েছে আজকে রাজা
এবারের পালা নির্বাক প্রজা সাজা।
শিখে নিতে হবে না পাওয়াতে লুকানো আনন্দ
দাড়ির সাথে বাড়বে গাড়ি বাড়ি আয়ুতে ভক্তি ছন্দ।