১)
মা হাসি মুখে সবটা সহেন
     না খেয়ে ও বলতে পারেন।
তুই খেয়েনে আমার সোনা
     খিদে নেই সত্যি এখন।
মায়েরা কি মিথ্যে বলে তখন?


২)
বিশ্ব জুড়ে চলছে একই খেলা
নানা প্রাণের নানার রকম মেলা
দেখে শুনে ঘুরে ফিরে সন্ধাবেলা
মাটি'মা বলে- বাছা শেষ কর ধুলো-খেলা!


৩)
মায়ের জন্য মন কাঁদে
     এখন মা কেমন আছে ?
তোমায় ছাড়া এই ভুবন
     আমার কেমন যেন ঝাপসা লাগে।


৪)
হায় রে মা  ফেরে না ছা
সবই ধোঁয়াশা  গভীর হতাশা ।
চোখের আলো জ্যোতি গেলো
চলার শক্তি চায়ছে মুক্তি ।
ছাড়তে চায় ভাবছে তাই
        মৃত্যুই মুক্তি এটাই সত্যি।