১)
আমরা তাতেই থাকি খুশি
দিনে সূর্য রাতের আলো শশী ।
ওরা যদি মাতুল! কোথায় তবে মাসী!
মাসী বলে আছি, রোজ ঘুম পাড়াতে আসি।


২)
আসা আর যাওয়া
মাঝে কিছু পাওয়া।
কিছু কুড়িয়ে নেওয়া
বারেক ফিরে চাওয়া।


৩)
জীবন মানে ওঠা পড়া
পাওয়া হারিয়ে যাওয়া।
জীবন মানে হাসি কান্না
একসাথে গান গাওয়া।


৪)
মাঝে মাঝে স্মৃতির গহিনে ডুব দিই
      সেকাল কে একাল করেনা ক্ষমা।
তোমায় খুঁজি চৈত্র রাতের পূর্ণিমা
      জ্যোৎস্নায় পুড়ি, যদিও ঘোর অমা।