১)
আপনার জন এমন করে বারবার বোকা বানায়
          সব কিছু নিঃশেষ করে ফেলে দেয় আস্তাকুড়ে।
নিয়মের বাঁধন দিয়ে হবেনা কোন সত্যিকারের বিধান
         যদি হৃদয়ে থাকে জল্লাদ মিথ্যে জেহাদ দরবারে।


২)
সেই সেজন বীজ বুনে গেছে
     যেখানে যা দেবার দিয়ে গেছে অন্তরালে।
একদিন ফল ফলবেই সেও জেনে গেছে
     মুক্ত সে আকাশ হবে রোদ্দুর সকালে।
    
৩)
এভাবেই কবির কলম চিৎকার করুক
চিত্রকরের তুলি প্রতিবাদ করে উঠুক...
শিল্পির ভাবনাতে গান স্লোগান হয়ে যাক
    সাম্যের সময় বজ্র মুঠিতে আসবেই ঠিক।


৪)
এতো বলি তবু ও কেন
       যায়না শাওন বালিকা।
কবে কুড়াবে সেই মেয়ে
       গাঁথবে ফুলের মালিকা।