১)
সে বাঁশি বাজলে চলে যেতে হবে
          এত্তসব ঐশ্বর্য-এর মায়ার বাঁধন ছেড়ে।
আমি তখন বন্ধনহীন বাউল বাতাস যেন
          ছুটবো তীরের বেগে বাঁধবে আমায় কে'রে।
২)
যাবই যাবই একদিন ঠিক মৌসুমি'র ডাকে
        পৌঁছে যাবো তোমার ভালবাসার শহরে।
সেদিন না হয় দিনভর দেখিয়ে দিও সব
        মন প্রাণ গানের প্রেম সবটুকু উজাড় করে।
৩)
না খেটে খেটে ভিক্ষা পেতে পেতে
        দাসের মতন জীবন কাটছে।
স্বপ্নের বীজ আলো বাতাস বিনে
        জমিতেই সব শুকিয়ে যাচ্ছে।
৪)
সুদিনের জন্য চাষ করেছি ঘাম ঝরিয়ে মাঠে
         ফসল নষ্ট হয় খরায় নয়তো বন্যায়।
হয়তো সাবার করে ভিন রাজ্যের পঙ্গপালে
কৌশলে ফল জলের দর,মাথা বিক্রি দেনায়।