১)
আগুন  আছে একদিন ঠিক জ্বলবে ...
খিদের আগুনে হাত পা কেউ সেঁকছে ।
দেখলে পলাশ যাদের বুকে ভয় জাগে
তারাও এখন একপা করেই পিছাচ্ছে।


২)
দ্রোহের ঢেউ হৃদয়েতে বার বার
জীবন যখন যাতনায় জেরবার ।
সবাই পথে নেমে গেছি এইবার
কেন করি ভয়? নেই কিছু হারাবার ।


৩)
তখন আর এখন ছবিটা একই আছে
খিদে তখন ও ছিল এখনও খিদে আছে ।
শেষবেলা কেউ জল দেয় কেউ পানি দেয়
রক্তের রঙ মৃত্যু যন্ত্রণা সব একিই আছে।


৪)
কার দড়িতে কে যে বাঁধা
     বাজলে বাঁশি চঞ্চলিত রাধা।
তাই চলছে একই গলা সাধা
     হাতি ঘোড়া গরু আর গাধা।