১)
ছয়ে ছয়লাপ নানা স্বাদের কাব্যমঞ্জরি
       হৃদয় রাজ্যে যায় যে গুঞ্জরি।
গানের হোল শুরু স্থায়ী থেকে অন্তরা
       আভোগ হবে হলে সঞ্চারী ।
২)
শেষ বিচারে হবেই বিচার
একদিন না একদিন সত্য প্রকাশ হবেই ।
গড়েছ যে আজ মিথ্যা স্বর্গ
জনতার রোষে দেওয়াল ভেঙে পড়বেই ।
৩)
সুখ জেনেছি পরম পাওয়া
         আমি বুঝি সে ফাঁকি।
দুঃখ জেনেছি পরম সখা
          সদাই কাছে রাখি।
৪)
জগতে টিকে থাকতে
    যুদ্ধ করে যেতে হবে।
নইলে তুমি অচিরেই
     ঠিক হারিয়ে যাবে।