১)
কেউ চলে ধীরে কেউ যায় দ্রুত
      কেউ বারে বারে পিছু ফিরে চায়।
আমি থাকি আমার মতন যেমন সাধ্য থাকে
      তবু ঝড় ওঠে আমার সমালোচনায় ।
২)
শরতের ভোর বলেছে ফোটাবে শিউলি ফুল
পুন্যমন্ত্র মহালয়া সুরে দিগদিগন্তে কাটে ভয় ।
মেঘেরা পেয়েছে ছুটি মাঠ জুড়ে কাশের লুটোপুটি
  বাউল গাইবে আগমনী পথ ঘাট গীতিময়।
৩)
ভালবাসা যেমনি হোক তবু ভালবাসা
   রাজপথের ফুলওয়ালি ভাবছিল তাই।
সেইবাবু রোজ ফুল নিতে কতদিন আসেনি
     তবে কি তার শরীর তার ভাল নাই।
৪)
বারে বারে চাইছি ফিরে
        আমার সেই শৈশবের স্মৃতি ।
যা কিনা আজো সমান তালে
        বুকের অলিন্দে জাগায় গীতি।