১)
এই শহরের বৃষ্টি
      এও প্রকৃতির কৃষ্টি ।
আমিও রাখি দৃষ্টি
      কালি কলমে সৃষ্টি ।
২)
জনম ধরে বোঝা পড়া মনে বনের কণে
মন যে কোথায় ধেয়ে ধেয়ে যায় কে জানে ।
আবার যখন আসে কোন পথে আসে সেই জানে।
হিসাব তার কে রাখে হটাত উছলে ওঠে জোয়ার বানে।
৩)
জীবন দিয়েই জীবনের উপলব্ধি করতে হয়
     এই বাস্তব কথা কবিতায় বিদ্যমান।
কবি তোমারে জানাই রক্তিম সেলাম
      ভাল থেকো ভালো রেখো আবহমান।
৪)
আমার ঈশ্বর আমার মতন কাঁদে
       আমি উপোষ দিলে সেও থাকে।
আমার ঈশ্বর ভাবে বলেই
       চাঁদের আগুনে রুটি সেঁকে।